বালিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ আজমল হোসেন
বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ শাহিদুল মোল্লা উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর মধ্যপাড়া গ্রামের লুৎফর মোল্লার ছেলে।
জানা যায়, মঙ্গলবার (১১ জুলাই) রাতে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজার এলাকার গোপাল চন্দ্র সরকারের বাড়ীর পাশের ইটের সোলিং রাস্তার উপর থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ বহরপুর মধ্যপাড়া গ্রামের লুৎফর মোল্লার ছেলে মোঃ শাহিদুল মোল্লা (২৩) কে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ – পুলিশ পরিদর্শক (এসআই) নিঃ মোঃ যাজিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত গাঁজার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১০ হাজার টাকা।
বুধবার (১২ জুলাই) সকালে প্রয়োজনীয় পুলিশ পাহারায় রাজবাড়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক নির্মূলে বালিয়াকান্দি থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই অভিযান পরিচালনাকারী কর্মকর্তা।