মেহেরপুরে আনারুল ইসলাম এর পক্ষে জাতীয় পার্টির সমর্থন সভা
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা জাতীয় পার্টির রওশন এরশাদের নেতা কর্মীরা আগামী ৮ মে আসন্ন মেহেরপুর উপজেলার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আনারুল ইসলামের নির্বাচনী সমর্থন সভার আয়োজন করেছে।
বৃহস্পতিবার (২৬ মে ) রাতে মেহেরপুর শহরের কাথুলী বাসইস্টার্নে এ নির্বাচনী সমর্থন সভার আয়োজন কর হয়।
সভার সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মেহেরপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ মোসলেম আলী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমরা জাতীয় পার্টি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। এখন আমরা দল মত নির্বিশেষে মোটরসাইকেলকে ভোট দিয়ে আমাদের মেহেরপুর উপজেলার নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করবো।
প্রধান অতিথি হিসেবে সমর্থন সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী মোঃ আনারুল ইসলাম।
সভার পরিচালনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা.মোঃ ইমদাদুল হক জীবন।
জাতীয় পার্টির সহ-সভাপতি হামিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ সোহরাব হোসেন, মোঃ ওহাব আলী, মোঃ নজরুল ইসলাম, মোঃ বারেক আলী, মোঃ লালচাঁদ আলী প্রমুখ।