গুল বিষ্ণুপ্রিয়া আশ্রমে টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে
মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি,
আজ ২৪শে এপ্রিল ২০২৪ইং বুধবার
নরসিংদী বাজার সিমেন্ট পট্টি অবস্থিত গুল বিষ্ণুপ্রিয়া আশ্রম।
দীর্ঘ সময়ের বছরের হিসাবে গড়মিল কথা জানিয়েছেন আশ্রমে ভক্ত বৃন্দরা।
শত শত সনাতন ধর্মাবলম্বী ও শহরে
লোকজন উপস্থিত ছিলেন নরসিংদী উপজেলা অফিসে।
মন্দিরে কোটি টাকা অভিযোগ ও তছরুপ করেছেন। কমিটি নিয়েও প্রশ্ন তুলেছে কিছু লোক, আরও বলছেন অবদ্ধ কমিটি দিয়ে চলছে আশ্রমের কার্যক্রম। এই কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি দাবি করছেন উপস্থিত লোকজন।
অভিযোগকারীরা উপজেলা অফিসার আসমা সুলতানা নাসরীন সাথে যোগাযোগ করার পর দুই পক্ষকে আজ ১১টার সময় উপজেলা অফিসে ডাকা হয়েছে।
দুই পক্ষকে নিয়ে দীর্ঘ সময় আলাপ আলোচনা পর অবশেষে আগের কমিটিই বহাল রেখে সঠিক তদন্ত জন্য সময় দিয়েছে। উক্ত গুল বিষ্ণু বিষ্ণুপ্রিয়া আশ্রমে সভাপতি, ওষি ভোষণ ও সাধারণ সম্পাদক ডাঃ দিলীপ কুমার চক্রবী।
এইসময় আরো উপস্থিত ছিলেন সুরুজ সাহা,মাখন দাস, রঞ্জুন কুমার সাহা,সুপ্তর চক্রবী, দীপক শাহা,শ্যামল,ভোষন কুমার সহ গুল বিষ্ণু প্রিয়া আশ্রমে ভক্ত বৃন্দ।