অগ্রিম ঈদ শুভেচ্ছা বার্তা নিয়ে এলাকায় ঘরে ঘরে যাচ্ছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী মমতাজ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ আল আযাহা উপলক্ষে সংসদীয় আসন ১৬০ নেত্রকোণা ৪ এর মদন , মোহনগন্জ , খালিয়াজুরি উপজেলার আওয়ামী লীগের দীর্ঘদিনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্বা মমতাজ হুসেন চৌধুরী এলাকার হাট বাজারে ঘুরে ঘুরে সাধারন মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় ও এলাকার মানুষের বিভিন্ন খোজ খবর নিচ্ছেন।
ঈদ বাজার ও সার্বিক পরিস্থিতি নিয়ে পথ সভা , উঠান বৈঠক , মত বিনিময় সভা করছেন ও সাধারন মানুষের খোঁজ খবর নিচ্ছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলে জানা যায় । এ জন্য ঈদ সামগ্রী , নগদ অর্থ সহায়তা , ঈদের দিন উনার নিজ বাড়ী থেকে কোরবানীর মাংস সংগ্রহের জন্য অসহায়দের আহ্বান জানান । তাছাড়া এই ত্যাগ ও মহিমার দিনে এলাকার সকল বিত্তবানদের সাধারন মানুষের পাশে থাকার অনুরোধ জানান ।
মুমতাজ চৌধুরী আরো জানান, উনার পক্ষ থেকে বিশেষ স্বেচ্চাসেবক দল কয়েকটি গ্রুপে কাজ করবেন ও সাধারন মানুষের দোরগোড়ায় পৌছার চেষ্টা থাকবে বলে আশা প্রকাশ করেন । তিনি বলেন মানুষ মানুষের জন্য , কোরবানীর মাংস সবার হাতে পৌছে দিতে আমরা কাজ করব ইনশাল্লাহ ।
পাশাপাশি দেশ ও প্রবাসের সকল ভাই বোনদের ঈদের শুভেচ্ছা জানান ও পবিত্র হজ্ব পালনের জন্য লক্ষ লক্ষ ধর্মপ্রান মুসলমানদের সুস্বাস্থ্য কামনা করেন।