রূপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয়
শিশু দিবস উদযাপন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। পূর্বাচলের সমু মার্কেট আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব লায়ন মোঃ হাবিবুর রহমান হারেজ। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আলহাজ্ব মোঃ সালাউদ্দিন ভুইঁয়া, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মোমেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাছুম চৌধুরী অপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া মনির, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আরিফ খাঁন জয়, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহমতউল্লাহ, ইউপি সদস্য আলমগীর হোসেন, যুবলীগ নেতা জমির আলী,রাজু আহম্মেদ,আওয়ামীলীগ নেতা অলিউল্লাহ, আব্দুল ওহাব ভুঁইয়া, আবুল কালাম, মোজাম্মেল হক ভুঁইয়া প্রমুখ।
সভায় আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আর রূপগঞ্জের উন্নয়ন এগিয়ে যাচ্ছে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নেতৃত্বে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এতো দিনে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়ে যেত। বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে ১০০ বছরের পিছনে ফেলে দিয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে আলাদতের দেওয়া সাজা বাস্তবায়ন করতে হবে।
পরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সকল সদস্যদের জন্য মোনাজাত করা হয়।