আব্দুল ওয়াদুদ দারাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন
___________রাজশাহী ব্যুরো
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি আব্দুল ওয়াদুদ দারাকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় রাজশাহী জেলার সকল মৎস্যজীবী ও সমবায়ীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বুধবার দেওয়া এক বার্তায় মৎস্যজীবী ও সমবায় সমিতি লিমিটেডের রাজশাহী সদর শাখার সভাপতি মো: সোলাইমান এই অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে সারাবিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। শুধু উন্নয়ন কর্মকাণ্ডই নয়, প্রধানমন্ত্রী অবহেলিত ও কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য নানা সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন। মৎস্যজীবী ও সমবায়ীদের জন্যেও তাঁর অবদান অপরিসীম।
তিনি আশা প্রকাশ করে বলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি আব্দুল ওয়াদুদ দারা তাঁর যোগ্য নেতৃত্বে রাজশাহী জেলার সকল মৎস্যজীবী ও সমবায়ীদের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালনে সক্ষম হবেন।