রাজশাহীতে ভাষা সংগ্রামী সাইদ উদ্দিনের ১০তম মৃত্যুবার্ষিকী পালিত
_____________রাজশাহী ব্যুরো
রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য, বিশিষ্ট ভাষা সংগ্রামী সাইদ উদ্দিন আহমদের ১০তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ শুক্রবার (১ মার্চ) সন্ধায় প্রেসক্লাব মিলনায়তনে সাইদ উদ্দিন আহমেদ স্মরণে এক আলোচনা সভার আয়োজন করে।
রাজশাহী প্রেস ক্লাব ও জননেতা আতাউর রহমান পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সেলিম মঞ্চ রাজশাহীর সভাপতি প্রকৌশলী শামসুল আলম। আলোচনায় অংশ গ্রহণ করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল কালাম আজাদ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম উদ- দৌলা, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি আবু সালে মোঃ ফাত্তাহ, স্মৃতি পরিষদের সদস্য শফিউর রহমান রিপন,ইকবাল হাসান টাইগার, সচিবুল হক বিন্দু প্রমুখ।
আলোচকরা লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। লুটপাট বন্ধ করা না গেলে বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আলোচনা সভার শুরুতে প্রয়াত ভাষা সৈনিক সাইদ উদ্দিন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধানিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।