_________রাজশাহী ব্যুরো
ভাষা দিবস ,ভাষা শহীদদের মাগফিরাত
কামনায় রাজশাহী মহানগর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী মহানগর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় গত বুধবার রাতে রাজশাহী মহানগর প্রেসক্লাবে এ দোয়ার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী। অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল। এতে অন্যদের মধ্যে সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো: সোলাইমান, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম, প্রচার সম্পাদক জিয়াউল কবীর সাংবাদিক মশিউর রহমান মনি, সাংবাদিক রায়হান ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।