1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুভ নববর্ষ ডাক্তারের অবহেলায় রোগীর অকাল মৃত্যু! পুলিশের উপস্থিততে চিকিৎসককে মারধর রাবি ভর্তি পরীক্ষা শুরু কাল, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল স্থাপন করলো রাবি ছাত্রদল ফিলিস্তিন ইস্যুতে ভালুকা উত্তাল: জুমার পর সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গণমিছিল আমতলীতে জলবায়ু সংকট নিরসনের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান বাদল খানকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জয়নাল, সম্পাদক কবির লামার গজালিয়া ইউনিয়নে গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল দূর্গম চর কুশাহাটায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

শেরপুরে “পিচফুল সোসাইটি” কর্তৃক সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩০ বার পঠিত

শেরপুরে “পিচফুল সোসাইটি” কর্তৃক সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মোহাম্মদ ( সাঃ) এর মহান জীবনী অধ্যায়ন এবং সে আলোকে নিজেকে গড়ে তোলার অনুপ্রেরণা জাগাতে শেরপুর সদর উপজেলার ডুবারচরে অবস্থিত ” কামারের চর উচ্চ বিদ্যালয়ে ” সীরাত কুইজ -কুইজ প্রতিযোগিতা -২৪ আয়োজন করেছে , “পিচফুল সোসাইটি” নামক ইসলামিক সংগঠন ৷

১৭ ফেব্রুয়ারি (শনিবার )সকাল সাড়ে ১০ ঘটিকায় কামারের চর উচ্চ বিদ্যালয়ের কক্ষে সীরাত প্রতিযোগিতার আয়োজন করে ৷ প্রতিযোগিতায় আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড স্কুল,আল মাসুদ একাডেমি এন্ড স্কুল ,কামারের চর পাবলিক উচ্চ বিদ্যালয় ,উম্মে সালমা বিদ্যা নিকেতন,আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুল ( ঝগড়ারচর শাখা ) ও কামারের চর উচ্চ বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে থেকে মোট ২৬৯ জন প্রতিযোগিরা অংশগ্রহণ করে ৷

পিচফুল সোসাইটি র সভাপতি মাওলানা মোঃ হামিদুল্লাহ বলেন, বর্তমানে শিক্ষার্থীরা ইসলামিক জ্ঞান থেকে দিন দিন দূরে চলে যাচ্ছে ৷ যার ফলে সমাজে বিভিন্ন অন্যায় মূলক কাজ ( মাদক সেবন , ইভটিজিং, রাসূলকে নিয়ে কটুক্তি ) জড়িত হচ্ছে ৷ তাই আমাদের সংগঠন থেকে সবার মাঝে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর ভালোবাসা ও মহব্বত ছড়িয়ে দিতে সংগঠনের পক্ষ থেকে ছাত্রদের মাঝে সীরাত প্রতিযোগিতা -২৪ এর আয়োজন করেছি

সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ক্বারী মোঃ শামস উদ্দিন বলেন ,সীরাত চর্চার অভাবে দেশের সর্বত্র রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। রাসূল (সা.) এর সীরাতের অভাবে অনৈতিকতা, অমানবিকতা, মনুষত্বহীনতা আজ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। মানুষ মানুষকে খুন, নির্মমতা, নিষ্ঠুরতা এতই বৃদ্ধি পাচ্ছে যে, আইয়ামে জাহিলিয়্যাত স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, নববী আদর্শের পূর্ণ অনুসরণ ব্যতীত ব্যক্তিজীবন, সামাজিক জীবন, রাজনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। সুতরাং রাসূল (সা.) এর সীরাত চর্চা বৃদ্ধির মাধ্যমে দেশের মানুষের মাঝে সুন্নাহর অনুসরণ বাড়াতে হবে। সে লক্ষ্যে ” পিচফুল সোসাইটি” বিগত তিন বছর যাবৎ সীরাত প্রতিযোগিতাও পুরষ্কার বিতরণ আয়োজন করে আসছি।

সংগঠনটি যুগ্ন সাধারণ সম্পাদক শাকিল জানান, শেরপুর জেলার চরাঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় দুই শতাধিক প্রতিযোগী ৷ আমরা সঠিক মূল্যায়নের মাধ্যমে ২০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করবো৷ পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে তিনজনকে নির্বাচিত করে সম্মাননা প্রদান করবো ৷

এ সময় উপস্থিত ছিলেন আল মাসুদ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আল মাসুদ,ন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক রাজু ,আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুলের সহকারি শিক্ষক মিজানুর রহমান ও সলিমুল্লাহ ,উম্মে সালমা বিদ্যা নিকেতনের আশরাফুল ইসলাম ও সুমন ,আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড স্কুলের সহকারী শিক্ষক ও সাংবাদিক মোরাদ হাসান ৷

এসময় তারা বলেন ,এরকম দ্বীনি সংগঠন আমাদের সমাজে খুবই প্রয়োজন ৷ এতে করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা বিকাশিত হচ্ছে এবং ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবে ,সমাজ থেকে অন্যায় ,অপকর্ম উঠে যাবে সমাজে শান্তি বিরাজ করবে ৷

অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আল আমিন সা’দি, মুফতি আবুল কালাম, বাবুল , স্বপন,শহিদুল, শামছুদ্দিন, মিন্টু, সোহেল, শাকিল, আলম সহ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD