রাজবাড়ীতে পেয়াজ চাষ ও চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত
রাজবাড়ী জেলা প্রতিনিধি কৃষ্ণ কুমার সরকার:
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামে প্রান্তিক পর্যায়ের পেয়াজ চাষীদের মাঠ ফসল উত্তোলন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১২ই এপ্রিল) বিকালে বসন্তপুর ইউনিয়নের গাবলা পূর্বপাড়া ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পল্লী চিকিৎসক আমিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমাস সীড এন্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল হাদী।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমাস সীড এন্ড এগ্রো লিমিটেডের প্রধান বিক্রয় ব্যবস্থাপক মো: হাবিবুর রহমান, পরিবেশক মো: আলাউদ্দিন, মো: আজমল হোসেন মন্ডল, ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা অলক মালাকার, অন্যান্য রিট্রেলার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানির স্থানীয় প্রতিনিধি জুনিয়র অফিসার মো: রবিউল ইসলাম ও মো: আজাদ খান।
এসময় গাবলা গ্রামের প্রায় শতাধিক পেয়াজ চাষী উপস্থিত ছিলেন।