1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুভ নববর্ষ ডাক্তারের অবহেলায় রোগীর অকাল মৃত্যু! পুলিশের উপস্থিততে চিকিৎসককে মারধর রাবি ভর্তি পরীক্ষা শুরু কাল, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল স্থাপন করলো রাবি ছাত্রদল ফিলিস্তিন ইস্যুতে ভালুকা উত্তাল: জুমার পর সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গণমিছিল আমতলীতে জলবায়ু সংকট নিরসনের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান বাদল খানকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জয়নাল, সম্পাদক কবির লামার গজালিয়া ইউনিয়নে গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল দূর্গম চর কুশাহাটায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

মোহনপুর থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: ২ (দুই) আসামি গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩৯ বার পঠিত

মোহনপুর থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: ২ (দুই) আসামি গ্রেফতার

রাজশাহী ব্যুরো 

আজ ২৬ মার্চ ২০২৫ খ্রি. মোহনপুর থানার চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উন্মোচন করে র‌্যাব-১০ এর সহায়তায়  ফরিদপুর জেলার সালথা থানাধীন সিংহ পোতাপ এলাকা থেকে এজাহারনামীয় ২ (দুই) জন আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার মোহনপুর থানা পুলিশ। 

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম যথাক্রমে ১। মোঃ রাসেল (২৪) ও ২। মোঃ শরিফুল ইসলাম (৩৫), উভয়ে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন ধুরইল গ্রামের মোঃ রুস্তম-এর পুত্র।

 

ঘটনাসূত্রে জানা যায়, মামলার বাদী মোঃ আতাউর রহমান(২৫), পিতা-মোঃ আলতাব আলী ও তার বাবা মোঃ আলতাব আলী, পিতা-মৃত আব্দুল কুদ্দুস আলী উভয় সাং-ধুরইল মন্ডলপাড়া, থানা-মোহনপুর, জেলা-রাজশাহীদ্বয়ের সাথে প্রতিবেশী অভিযুক্ত ১। মোঃ রাসেল (২৪), ২। মোঃ শরিফুল ইসলাম (৩৫) উভয় পিতা-মোঃ রুস্তম ৩। মোঃ রুস্তম (৫৫) পিতা-মৃত ওসমান শাহ, ৪। মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) পিতা-মৃত জেকের আলী শাহ, ৫। মোঃ মোস্তফা (৪৫) পিতা-মৃত ওসমান শাহ, ৬। মোঃ হান্নান (৩৫) পিতা-মোঃ মনির আলী, সর্ব গ্রাম-ধুরইল থানা-মোহনপুর, জেলা-রাজশাহীগনের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধের ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তগণ পূর্ব শত্রুতার জেরে ভিকটিম মোঃ আলতাব আলী, পিতা-মৃত আব্দুল কুদ্দুস আলী উভয় সাং-ধুরইল মন্ডলপাড়া, থানা-মোহনপুর, জেলা-রাজশাহীকে গত ০৯/০৩/২০২৫ খ্রি. রাত অনুমান ১০.৩০ ঘটিকা হতে ১০/০৩/২০২৫ খ্রি. ভোর ০৫.০০ টার মধ্যে যে কোন সময়ে মোহনপুর থানাধীন ধুরইল গ্রামস্থ ধুরইল বিলে মন্ডলের গাছের পশ্চিম পাশে বাদীর জমিতে খুন করে ভিকটিমের মাথার রক্তাক্ত মগজ বাদির জমিতে পুতে রেখে ভিকটিমের লাশটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বাদীর সংবাদের ভিত্তিতে মোহনপুর থানা পুলিশ গত ১০/০৩/২০২৫খ্রি. সকাল আনুমানিক ১০:৩০ টায় মোহনপুর থানাধীন ধুরইল গ্রামস্থ ধুরইল বিলে মন্ডলের গাছের পশ্চিম পাশে বাদীর জমি হতে মাথার মগজ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এ খুনের ঘটনায় অত্র এলাকায় একটি চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় ভিকটিমের ছেলে মোঃ আতাউর রহমান বাদী হয়ে ০৬ জনকে অভিযুক্ত করে মোহনপুর থানার মামলা নং-১০, তারিখ-১৪/০৩/২০২৫ খ্রি., ধারা-৩৬৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০ দায়ের করেন। পরবর্তীতে মোহনপুর থানা পুলিশ গত ১৬/০৩/২০২৫ খ্রি. ১০.৪৫ টায় মোহনপর থানাধীন তুলসীখেত বিলকুমারী বিলের বক্স কালভার্টের পূর্ব-দক্ষিণ পার্শ্বের পাইকর গাছের সামনের রাস্তা সংলগ্ন সরকারি খাস জলাশয়ের মধ্য হতে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করে। ভিকটিম মোঃ আলতাব আলী (৫৫)-এর ছেলে মোঃ আতাউর রহমানের সহায়তায় লাশের পোশাক- পরিচ্ছেদের বর্ণনা মোতাবেক পুলিশ ভিকটিমকে সনাক্ত করতে সমর্থ হয়। জনাব ফারজানা ইসলাম, পুলিশ সুপার, রাজশাহীর নির্দেশনায় এবং জনাব মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) -এর তত্ত্বাবধানে মোহনপুর থানার চৌকস টিম চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও আসামিদের গ্রেফতারের কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ ২৬/০৩/২০২৫ খ্রি. রাত ০১.৪৫ টায় মোহানপুর থানা পুলিশ, র‌্যাব ১০-এর সহায়তায় ফরিদপুর জেলার সালথা থানাধীন সিংহ পোতাপ এলাকা থেকে এজাহারনামীয় ২ (দুই) জন আসামি ১। মোঃ রাসেল (২৪) ও ২। মোঃ শরিফুল ইসলাম (৩৫), উভয় পিতা-মোঃ রুস্তম, সাং-ধুরইল, থানা-মোহনপুর, জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার করে। 

এ ঘটনায় জড়িত অন্য এজাহারনামীয় আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD