নেত্রকোণায় ৩৬ পিস ইয়াবা,১৬০গ্রাম হেরোইন ও নগদ অর্থসহ ১জন আটক
শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:
যৌথ বাহিনীর অভিযানে নেত্রকোনার পূর্বধলায় ৩৬ পিস ইয়াবা,১৬০ গ্রাম হেরোইন,১টি মোটর সাইকেল ও ১ লক্ষ ৫৬ হাজার ৮শত টাকাসহ ১ জনকে আটক করা হয়েছে। শুক্রবার
(২১ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ নাজমুল হক। আটককৃত ব্যক্তি হলেন- পূর্বধলা উপজেলার মানিকদির গ্রামের খোরশেদ আলমের স্ত্রী মোছাঃ হাফসা আকতার (২৬)। তিনি দীর্ঘদিন ধরে মাদক কেনা বেচার সাথে সম্পৃক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।এর আগে গত বৃহস্পতিবার আনুমানিক সাড়ে ৯ টার দিকে আটককৃত হাফসা আক্তারের নিজ বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
যৌথ অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ নাজমুল হক এবং সাথে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর নেত্রকোনা সদর সেনা ক্যাম্পের সদস্যবৃন্দ।আসামির বিরুদ্ধে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় পরিদর্শক মোঃ আল আমিন পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।আসামিকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।