নতুন দল
এম আলমগীর হোসেন
চাইছে যারা ঠেলে দিতে
দেশটাকে ফের রসাতল,
উচিত শিক্ষা দিতে তাদের
ছাত্রদের এই নতুন দল।
রক্ত দিয়ে কেনা এ দেশ
নয়তো কারো বাপ দাদার,
মুক্ত স্বাধীন জন্মভূমি
সকল ছাত্র জনতার।
গায়ের জোরে যদি কাড়ে
কেউ কারো আজ অধিকার,
ছাড় পাবে না তাদের হাতে
পাইনি যেমন স্বৈরাচার।
আম জনতা চাইছে দিতে
তাদের হাতে দেশের ভার,
দুর্নীতি ঘুষ দূরে যাবে
সোজা হবে চোর চামার।