বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু দীর্ঘ ১০ বছর পর দেশে ফিরলেন.
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি
ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,লক্ষ্মীপুরের কৃতি সন্তান আনোয়ার হোসেন টিপু দীর্ঘ ১০ বছর নির্বাসিত জীবন কাটিয়ে শুক্রবার লন্ডন থেকে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। তার এই প্রত্যাবর্তন উপলক্ষে রায়পুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার বিকেলে আনোয়ার হোসেন টিপু বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী, সদস্য সচিব শফিকুর আলম আলমাসসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর বিএনপির এই সাবেক নেতা স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্রদলের রাজনীতি শুরু করেন এবং পরে ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে নিউমার্কেট, শাহবাগ, কলাবাগান, পল্টন ও রমনা থানাসহ রাজধানীর বিভিন্ন থানায় ২৭-২৮টির বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়। এসব মামলায় চারবার গ্রেফতার হয়ে দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন তিনি। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ২০১৪ সালের শেষের দিকের আন্দোলনে একটি মিথ্যা হত্যা মামলায় ১ নম্বর আসামি করে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়।
২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত নির্বাসিত জীবনে তিনি মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, কাতার হয়ে শেষ পর্যন্ত যুক্তরাজ্যের লন্ডনে চলে যান। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সান্নিধ্যে থেকে লন্ডন বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং দেশে থাকা আওয়ামী সরকারের নির্যাতনের শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়ান। বিশেষত, গ্রেফতার ও কারাবন্দী নেতাকর্মীদের আর্থিক ও আইনি সহায়তা দিতে সক্রিয় ভূমিকা রাখেন।
দেশে ফিরে আনোয়ার হোসেন টিপু বলেন, “ফ্যাসিস্ট সরকারের অমানবিক নির্যাতনের কারণে পরিবার ছেড়ে দীর্ঘ ১০ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। তবে সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারমুক্ত দেশের স্বপ্ন দেখে আমি ফিরে এসেছি।”
তিনি আরও বলেন, “বিদেশে থাকাকালেও শেখ হাসিনার আক্রোশ থেকে রেহাই পাইনি। গত ১০ বছরে একাধিকবার আমার গ্রামের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। পুলিশও আমার ঢাকার বাসায় বারবার অভিযান চালিয়েছে। আমাকে না পেয়ে তারা লুটপাট ও ভাঙচুর করে এবং আমার পরিবারের সদস্যদের নানাভাবে নির্যাতন করে।”
দেশের রাজনৈতিক অস্থিরতা ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আনোয়ার হোসেন টিপুর স্বদেশ প্রত্যাবর্তন বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।