
গোয়ালন্দে ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ইউনিয়ন পর্যায়ের দৌলতদিয়া ইউনিয়নে অবস্থিত ১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম- এর সভাপতিত্বে এসময় দৌলতদিয়া ইউনিয়নে অবস্থিত ১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক মন্ডলী ও কোমলমতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, গোয়ালন্দ উপজেলার চার ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে বিজয়ী প্রতিযোগিদের নিয়ে উপজেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, ১০ ফেব্রুয়ারি উজানচর ইউনিয়ন ও পৌরসভায় অবস্থিত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।