1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ বছরের শিশুর আর্তনাদ, ধর্ষণের বিচার চাইতে গিয়ে উল্টো মামলায় ভুক্তভোগী পরিবার শরীয়তপুর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪ জন রাজবাড়ী পাংশায় না বলে আম পাড়ায় শিশুকে গাছে সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ‎ উঠেছে তালতলীতে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু ধামইরহাটে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরন ঘাটাইলের বন মামলায় জামিন নামঞ্জুর,আসামি কারাগারে ভালুকায় ‘কারেন্টের কাজ’-এর ফোনের পর নিখোঁজ, পরদিন পরিত্যক্ত ভিটায় মিলল মরদেহ মানিকগঞ্জ হরিরামপুরে পদ্মা নদীর ইজাড়ার মেয়াদ শেষ হওয়ার পরেও, থেমে নেই অবৈধ বালি উত্তোলন নওগাঁয় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

নেত্রকোনায় কৃষি উপসহকারী কর্মকর্তাকে তুলে নিয়ে মারধর, পুলিশ গিয়ে উদ্ধার।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ বার পঠিত

নেত্রকোনায় কৃষি উপসহকারী কর্মকর্তাকে তুলে নিয়ে মারধর, পুলিশ গিয়ে উদ্ধার

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনায় জমিসংক্রান্ত বিষয় নিয়ে একটি মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার পর এক কৃষি উপসহকারী কর্মকর্তাকে তুলে নিয়ে বেধরক মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ শাকিল চৌধুরীর বিরুদ্ধে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আজ বুধবার দুপুরে শহরের বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে।মারধরের শিকার ওই কর্মকর্তার নাম আরিফ চৌধুরী। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর এলাকায়। আরিফ চৌধুরীর সঙ্গে প্রতিবেশী শাকিল চৌধুরীর জমিসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়ের মধ্যে আদালতে মামলা রয়েছে। প্রতিপক্ষের লোকজন তাঁর সেচ পাম্পের পাইপে সিমেন্ট, বালু ও সুরকির ঢালাই দিয়ে বন্ধ করে দেয়ার অভিযোগে গত রোববার তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন এতে উল্টো প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হন। আজ বুধবার দুপুর একটার দিকে আরিফ চৌধুরী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭ ধারার একটি মামলায় হাজিরা দিয়ে বের হন। এ সময় শাকিল চৌধুরীর নেতৃত্বে ১০-১২ জন যুবক তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে শহরের বড়বাজার এলাকায় একটি ব্যক্তিগত কার্যালয়ে দরজা বন্ধ করে বেধরক মারধর করতে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলার শিকার আরিফ চৌধুরী বলেন, ‘প্রতিপক্ষ শাকিল চৌধুরীর নেতৃত্বে শাওন, বাদল, ছোটনসহ ১০-১২ জন আমাকে ডিসি অফিসের সামনে থেকে তুলে নিয়ে বড়বাজার এলাকায় একটি চেম্বারে বেধরক মারধর করে। আমার সাথে থাকা ২১ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাঁরা আবার পুলিশকে খবর দেয়। পুলিশ এলে আমাকে আওয়ামী লীগ আখ্যা দিয়ে পুলিশের সামনেও মাথা দেয়ালে ঠুকিয়ে মারধর করে ও হাতে ছুরি দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ছবি তোলে। অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ লুৎফর রহমান জানান ‘বড়বাজার এলাকায় একটি চেম্বার থেকে উপসহকারী কৃষি কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD