1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুভ নববর্ষ ডাক্তারের অবহেলায় রোগীর অকাল মৃত্যু! পুলিশের উপস্থিততে চিকিৎসককে মারধর রাবি ভর্তি পরীক্ষা শুরু কাল, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল স্থাপন করলো রাবি ছাত্রদল ফিলিস্তিন ইস্যুতে ভালুকা উত্তাল: জুমার পর সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গণমিছিল আমতলীতে জলবায়ু সংকট নিরসনের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান বাদল খানকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জয়নাল, সম্পাদক কবির লামার গজালিয়া ইউনিয়নে গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল দূর্গম চর কুশাহাটায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

নগরের মুন্সিডাঙ্গা আহলে হাদিস জামে মসজিদ ও মাদ্রাসার ছাত্রদের সংবর্ধনা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২০৪ বার পঠিত

নগরের মুন্সিডাঙ্গা আহলে হাদিস জামে মসজিদ ও মাদ্রাসার ছাত্রদের সংবর্ধনা।

মোস্তাফিজুর রহমান,রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর মুন্সিডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের এক ঝাক কুরআনে হাফেজদের সংবর্ধনা দিয়েছে মুন্সি ডাঙ্গা আহলে হাদিস জামে মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লীবৃন্দ ।
অদ্য ২২ মার্চ ২০২৪ শুক্রবার ১১ই রমজান জুম্মার নামাজ শেষে শত শত মুসল্লির উপস্থিতিতে ওই মাদ্রাসার ১৩ জন ছাত্রকে লাঠি ও পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
মাদ্রাসার মোহতামিম প্রথম হাফেজ মোঃ শরিফুল ইসলাম ও দ্বিতীয় হাফেজ মোঃ আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ ও মাদ্রাসা কমিটির সেক্রেটারি হযরত আলী মহালদার । যার ঐকান্তিক প্রচেষ্টায় ও সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে , তার মেধাবী নেতৃত্বে ৭৫/ ৮০ জন গরিব , অসহায় ও এতিম ছাত্ররা এখানে লেখাপড়া করছে । প্রতিবছর এই প্রতিষ্ঠান হতে ১০-১৫ জন ছাত্র কুরআনের হাফেজ হয়ে থাকেন । এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোঃ বদরে আলম , বিশিষ্ঠ ব্যাবসায়ী মোঃ আতিকুর রহমান কালু , মোঃ আব্দুল গফুর , মোঃ মশিউর রহমান রিন্তু , ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম সরকার , প্রমুখ ।
সংবর্ধনা অনুষ্ঠানে মুন্সীডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ (১)শফিউর রহমান সাদিক (১৩ ) পিতা – আতাউর রহমান , সাং – সনাইচন্ডি, নাচোল (২) মোঃ বাসার (১৬) পিতা – আব্দুল বাকী , সাং – খোরশেদপুর, নাচোল , (৩) মোঃ মোস্তাক শাহরিয়ার (১৬) পিতা -মোঃ সিদ্দিক আলী , সাং – ঝিকরাপাড়া , গোদাগাড়ী , (৪) মোঃ মোস্তাক নাদিম (১৬) , পিতা – মোহাম্মদ সিদ্দিক আলী সাং – ঝিকরাপাড়া , গোদাগাড়ী। (৫) মোহাম্মদ নাঈম সরকার (১৪) পিতা – মোহাম্মদ জুয়েল সরকার সং তাহেরপুর পাকুরিয়া , মোহনপুর ।(৬) মোহাম্মদ ফাহাদ আলী (১৭) পিতা – আব্দুর রহিম সাং- নাচোল । (৭) মোহাম্মদ তুহিন হাসান (১৬) পিতা – আসাদুল সাং- চান্দুপাড়া , মোহনপুর । (৮) মোহাম্মদ সিয়াম ইসলাম (১৩) পিতা – শরিফুল ইসলাম সাং – রহনপুর । (৯) মোহাম্মদ রুহুল আমিন (১৪) পিতা – সারোয়ার হোসেন , সাং – শেখেরচক , রাজশাহী । (১০) মোঃ কামরুল (১৩) পিতা – আব্দুল কাদের , সাং – পুঠিয়া , রাজশাহী । (১১) নাফিস (১৫) পিতা – ফুয়াজ , সাং – বাগমারা , রাজশাহী । (১২) মোঃ সেলিম (১৪) পিতা – জাহেদুল , সাং – তানোর , রাজশাহী । (১৩) ফয়সাল আহমেদ (১৬) পিতা – – সাং – তানোর , রাজশাহীকে পাগরী ও লাঠি সম্মাননা হিসেবে প্রদান করা হয় ।
উপস্থিত মুসল্লিগণ মহান আল্লাহ জাল্লা শানুহুর শুকরিয়া আদায় করেন এবং একই সাথে বিদায়ী ১৩ জন হাফেজের শ্রদ্ধাভাজন ওস্তাদ , মসজিদ কমিটির সেক্রেটারি ও সম্মানিত পিতা-মাতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD