বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) রাজবাড়ী শাখার পিঠা উৎসব
জেলা প্রতিনিধি ঃকৃষ্ণ কুমার সরকার
০৯ – ০২- ২০২৪ ইং শুক্রবার দুপুরে রাজবাড়ী পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় রেলপথ মন্ত্রী জনাব জিল্লুল হাকিম বলেন।
রেলপথকে সুন্দর একটা প্রতিষ্ঠান হিসেবে ও জনগণের কল্যানে যাতে সার্ভিসটা উন্নত করতে পারে তার জন্য কাজ করা হচ্ছে। বন্ধ রেলপথ চালু, আধুনিকায়ন কাজ চলছে।
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) রাজবাড়ী শাখার সভানেত্রী হালিমা আখতার শিরীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার। এসময় রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, আওয়ামী লীগের নেতা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ফিতা কেটে মেলার উদ্বোধন সহ, বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন, মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা সকল অতিথি ।
মেলায় হরেক রকমের পিঠা ও সুদক্ষ নিপুণ হাতের ছোঁয়ার প্রশংসা করেন সকলে।