গোদাগাড়ী সাব – রেজিস্ট্রি অফিসের দলিল লেখকগনের দক্ষতা বিষয়ে কর্মশালা।
___________রাজশাহী ব্যুরো
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রী অফিসে নিয়োজিত দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধি,শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা জোরদার করণের বিষয়ে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ ইং
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব:মো:শফিকুল ইসলাম জেলা রেজিস্ট্রার, রাজশাহী । সভায় সভাপতিত্ব করেন:জনাব: মো: সাদেকুর রহমান , সাব-রেজিস্ট্রার, গোদাগাড়ী, রাজশাহী । অনুষ্ঠানটি সাব -রেজিস্ট্রারের কার্যালয়, গোদাগাড়ী, রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত হয় ।
২০২৩ সালের গোদাগাড়ী সাব রেজিস্ট্রি অফিসের সর্বোচ্চ দলিল মুসাবিদাকারী হিসেবে দলিল লেখক মোঃ আশরাফুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন রাজশাহী জেলা রেজিস্ট্রার ।