মেহেরপুরের বড়বাজারে এম আর ফ্যাশনের শুভ উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি ঃমেহেরপুরের বড়বাজার গার্লস স্কুলের দক্ষিণ পার্শে গুলশানা আরা কমপ্লেক্সে এম আর ফ্যাশনের শুভ উদ্বোধন হয়েছে।
আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার সময় মেহেরপুরের বড়বাজার গার্লস স্কুলের দক্ষিণ পার্শে গুলশানা আরা কমপ্লেক্সে এ ফ্যাশনের শুভ উদ্বোধন হয়।
এম আর ফ্যাশনের প্রোপ্রাইটর মো: মজনু রশিদ (লিটন) সঞ্চালনায় উপস্থিত ছিলেন মেহেরপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর গড়পাড়া জামে মসজিদের সভাপতি আহসানুল হক, বড়বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সজল আহম্মেদ, টিটু, রহমতাল্লাহ, বুলবুল প্রমুখ।
এ সময় দোয়া পরিচালনা করেন গড়পাড়া জামে মসজিদের ইমাম আব্দুল হান্নান।
প্রোপ্রাইটর মো: মজনু রশিদ (লিটন) বলেন আমার এখানে পুরুষ, মহিলা ও বাচ্চাদের সকল প্রকার দেশী-বিদেশী পোষাক সুলভ মূল্যে পাওয়া যাবে।