মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের দুই কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জনপ্রশাসন মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ক্যাশবপাড়ায় এই বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম।
সদর উপজেলা পরিষদের আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক শামীম হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান।
এছাড়াও এসময় বিজ্ঞ পিপি পল্লব ভট্টাচার্য,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম,জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান হিরন,বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম খোকন,পৌর মহিলা যুবলীগের সভাপতি রোকসোনা কামাল রুনু প্রমুখ উপস্থিত ছিলেন।