মুন্সীগঞ্জ জেলা পুলিশ অফিসার ও ফোর্সদের সমন্বয়ে প্যারেড কল্যাণ সভা অনুষ্ঠিত
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি ঢাকা বিভাগ
আজ মুন্সীগঞ্জ জেলা পুলিশ অফিসার ও ফোর্সদের সমন্বয়ে মাষ্টার প্যারেড, কল্যাণ ও ক্রাইম কনফারেন্স ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত কনফারেন্স সভায় অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসলাম খান মহোদয়।প্যারেড কমান্ডার ছিলেন সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) জনাব মো. মোস্তাফিজুর রহমান রিফাত মো. এবং সহকারী প্যারেড কমান্ডার ছিলেন আর.আই, মুন্সীগঞ্জ জেলা।এসময় পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্সে মনোমুগ্ধকর ফুলের বাগান,ব্যারাক,ডাইনিং রুম,যানবাহন শাখা,অস্ত্রাগার ও পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা,সাস্থ্য সচেতনতা,পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত মাসিক কল্যাণ সভায় ভালো কাজে স্বীকৃতি স্বরূপ অফিসার ও ফোর্সদের হাতে সনদ তুলে দেন পুলিশ সুপার মহোদয়।পরবর্তীতে পুলিশ সুপার এর কার্যালয়ের সম্মেলন কক্ষে অফিসারদের সমন্বয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুমন দেব,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)জনাব মোহাম্মদ বদিউজ্জামান পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব ইয়াসিনা ফেরদৌস,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব থান্দার খাইরুল হাসান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) জনাব তোফায়েল আহমেদ সরকার,সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) জনাব মো. মোস্তাফিজুর রহমান রিফাত,মুন্সীগঞ্জ জেলার সকল অফিসার ইনচার্জগণ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দের উপস্থিতি তে অনুষ্ঠানের কার্যক্রমটি শেষ করা হয়েছে।