1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আড্ডা দেওয়ার সময় ধরা খেলো নাটোর ছাত্রলীগের সাবেক সভাপতি নিয়ামতপুর পানি ব্যবস্থাপনার সমবায় সমিতির খাল খননের টাকা আত্মসাৎ নড়াইলের লোহাগড়ায় তিল খেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ সাংবাদিকের দোকানে চুরি ৯দিন অতিবাহিত হলেও গ্রেফতার হয়নি কেউ  টাঙ্গাইল সখীপুরে রাতের আঁধারে নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থী পাংশায় অস্ত্র উদ্ধার অভিযান পাইপগানসহ যুবক আটক গোদাগাড়ীতে জনকল্যাণে অবিচল ইউএনও ফয়সাল আহমেদ  অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই: প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি  অটোচালক বাবা কি তার অনার্স পড়ুয়া মেয়ে সুকন্যা’র মৃত্যুর সঠিক বিচার পাবে ঘাটাইলে কাব কার্ণিভাল উদ্বোধন করেন

চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিলেন সংসদ সদস্য। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ বার পঠিত

চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিলেন সংসদ সদস্য।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।

শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম বলেছেন, শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলার অটো-সিএনজি চালকদের কাছে যে চাঁদা আদায় করা হয়; কাল থেকে ঝিনাইগাতী উপজেলার সিএনজি-অটোচালকদের আর চাঁদা দিতে হবে না। ঝিনাইগাতী এখনও পৌরসভা হয়নি। এখানে আবার কীসের চাঁদা।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকূড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় শহিদুল ইসলাম আরও বলেন, আমি এমপি হিসেবে এপিএস নিব না। কারণ এপিএসরাই সকল জনপ্রতিনিধিদের ডুবায়। আপনারা শুধু আমাকে সহযোগিতা করে যাবেন, আমি আপনাদের সহযোগিতা নিয়েই এমপিগিরি করতে চাই।

বিরোধী দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই এমপি বলেন, আপনারা অযথা অন্যায় না করলে কেউ আপনাদের সঙ্গে অসাদাচরণ করবে না। আমি দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন করতে চাই। আপনারাও আমাদের সহযোগিতা করবেন। আমরা এক সঙ্গে মিলে এলাকার উন্নয়ন করবো এবং আগামী নির্বাচনে আবার আলাদা হয়ে নির্বাচন করবো। জনগণ যাদের চাইবে তারাই আবার জনপ্রতিনিধি হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, উপজেলার কয়েকশ সিএনজিচালিত অটোরিকশা, অটোরিকশা থেকে চাঁদা (জিপি) আদায় বন্ধের ঘোষণায় চালক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে আসে। তারা বলেন, চাঁদা দিতে দিতে আমরা অতিষ্ট হয়ে গিয়েছিলাম। গেল সপ্তাহে চাঁদা নিয়ে মারামারিও হয়েছে।

উল্লেখ্য, এডিএম শহিদুল ইসলাম প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরে উপজেলা চেয়ারম্যান এরপর এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয় পান। এ আসনে (শ্রীবরদী- ঝিনাইগাতী) সংসদীয় এলাকা থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে বিপুল ভোটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা আলহাজ্ব ওয়ারেছ নাঈমকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এডিএম শহিদুল ইসলাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD