বালিয়াকান্দী বাবুলতলা দক্ষিণ পাড়া জামে মসজিদে তাফসিরুল কোরআন মাহফিল
বিশেষ প্রতিনিধি ঃ ২৬ জানুয়ারি (২০২৪ ইং রোজ বুধবার) রাজবাড়ি জেলার বালিয়াকান্দী থানার অন্তর্গত বাবুলতলা দক্ষিণ পাড়া জামে মসজিদ ও ইসলামি যুব সমাজের উদ্যোগে এক বিরাট তাফসিরুল কোরআন ও ইসলামি সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হয়ে তাফসির করবেন -বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ তাফসিরকারক নব মুসলিম মাওঃ অলিউর রহমান সাহেব, সাতক্ষীরা।
বিশেষ অতিথি হয়ে ওয়াজ করবেন- মাওঃ জুনায়েদ আল ফরিদী সাহেব ফরিদপুরী।
এবং মাওঃ ফিরদাউসুর রহমান, খতিব ফরিদপুর পুলিশ লাইনস জামে মসজিদ।
সভাপতিত্ব করবেন – শেখ বেলায়েত হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি বাবুলতলা দক্ষিণ পাড়া জামে মসজিদ ও মাহফিল কমিটি, শেখ বেলায়েত হোসেন এই মাহফিলে যারা শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে সহযোগীতা করেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন,সেই সাথে বালিয়াকান্দীর সর্বস্তরের তৌহীদি মুসলিম জনতা কে কোরআনের মাহফিলে এসে তাফসির শুনার জন্য সবিনয় অনুরোধ জানান।