জানুয়ারী ১৮, ২০২৪, ৭:০৯ এ.এম
বালিয়াকান্দী বাবুলতলা দক্ষিণ পাড়া জামে মসজিদে তাফসিরুল কোরআন মাহফিল। নয়া কণ্ঠ
বালিয়াকান্দী বাবুলতলা দক্ষিণ পাড়া জামে মসজিদে তাফসিরুল কোরআন মাহফিল
বিশেষ প্রতিনিধি ঃ ২৬ জানুয়ারি (২০২৪ ইং রোজ বুধবার) রাজবাড়ি জেলার বালিয়াকান্দী থানার অন্তর্গত বাবুলতলা দক্ষিণ পাড়া জামে মসজিদ ও ইসলামি যুব সমাজের উদ্যোগে এক বিরাট তাফসিরুল কোরআন ও ইসলামি সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হয়ে তাফসির করবেন -বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ তাফসিরকারক নব মুসলিম মাওঃ অলিউর রহমান সাহেব, সাতক্ষীরা।
বিশেষ অতিথি হয়ে ওয়াজ করবেন- মাওঃ জুনায়েদ আল ফরিদী সাহেব ফরিদপুরী।
এবং মাওঃ ফিরদাউসুর রহমান, খতিব ফরিদপুর পুলিশ লাইনস জামে মসজিদ।
সভাপতিত্ব করবেন - শেখ বেলায়েত হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি বাবুলতলা দক্ষিণ পাড়া জামে মসজিদ ও মাহফিল কমিটি, শেখ বেলায়েত হোসেন এই মাহফিলে যারা শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে সহযোগীতা করেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন,সেই সাথে বালিয়াকান্দীর সর্বস্তরের তৌহীদি মুসলিম জনতা কে কোরআনের মাহফিলে এসে তাফসির শুনার জন্য সবিনয় অনুরোধ জানান।
মাহফিল পরিচালনা করবেন হাফেজ মাওঃ রেজাউল করিম খতিব অত্র জামে মসজিদ।
সার্বিক তত্ত্বাবধানে ঃ শেখ লিয়াকত আলী ক্যাশিয়ার অত্র জামে মসজিদ, শেখ আসাদুজ্জামান আসাদ সভাপতি বাবুলতলা দক্ষিণ পাড়া ঈদগাহ কমিটি, মোঃ হান্নান শেখ সভাপতি ,অত্র মসজিদ কমিটি।
আঃ আজিজ ফকির,মোঃ ওয়াজ ফকির, মোঃ কবির ফকির, মোঃ রাজু মন্ডল, হাবিব, শামীম, মান্নান, ওবায়দুল, নাসির, মুরাদ, সাহেব, আইয়ুব, ইমরান, বাবুল, রেজাউল মোল্লাহ, আফতাব, আফসার, ফারুক, আমিন খান, লুৎফর ফকির প্রমুখ। বিশেষ আকর্ষন ইসলামি সঙ্গীত পরিবেশন করবেন - সাঈফ আল - সোহাগ।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM