নেত্রকোণা – ৪ আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষে নির্বাচনী জনসভায় সাজ্জাদুল হাসান এমপি
শহীদুল ইসলাম রুবেল,
নেএকোণা জেলা প্রতিনিধি:
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয়ে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা – ৪ (মোহনগঞ্জ, মদন,খালিয়াজুড়ি) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষে মোহনগঞ্জ উপজেলার হাওর অঞ্চলের গাগলাজুর বাজারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে ৭নং গাগলাজুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ নির্বাচনী জনসভার আয়োজন করে।গাগলাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা – ৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি) আসনের সংসদ সদস্য (হাওর পুত্র) সাজ্জাদুল হাসান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান খান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র, সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম খান জামি, মোহনগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন, মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদ ইকবালসহ আওয়ামী লীগের অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় বক্তারা, উৎসব মুখর পরিবেশে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা – ৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য হাওর পুত্র সাজ্জাদুল হাসানকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং পুনরায় সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ করে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।