২ লক্ষ ৮৭ হাজার টাকার জালনোটসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২
বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম:
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর থানাধীন কবি নজরুল ইসলাম সড়কস্থ আকবরিয়া আবাসিক হোটেল এর চতুর্থ তলায় ২৭ নং রুমে কতিপয় ব্যক্তি জাল টাকার নোট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। এই গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার রাত অনুমান ৩ টায় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আঃ সাত্তার মৃধা (৫০), পিতা- মৃত ইলেম উদ্দিন মৃধা, সাং- রানিপুর, থানা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী, ২। মোঃ শাহিন মিয়া (৪২), পিতা- মৃত আলফু মিয়া, সাং- মন্দবাগ, থানা- কসবা, জেলা- বি-বাড়িয়া, ৩। মোঃ রনি মোল্লা (২২), পিতা- মৃত আক্তার মোল্লা, সাং- কাঠালিয়া, থানা- নাজিরপুর, জেলা- পিরোজপুর, ৪। মোঃ মোবারক মিয়া (৪৩), পিতা- মৃত আতাব মিয়া, সাং- তালেবপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জদেরকে ২,৮৭,০০০/- টাকার জাল নোট, ৭টি মোবাইল ও ৭টি সীমসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবত জাল টাকার ব্যবসার সাথে জড়িত। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে।