ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ গ্রেপ্তার-০১
খায়রুল বাশার ময়মনসিংহ,জেলা প্রতিনিধি
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,৫০০/-টাকা সহ গ্রেফতার-০১ ।
এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী, এসআই (নিঃ) আল্লামা ইকবাল কবির সম্রাট, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানাধীন কানারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ত্রিশাল গামী পাঁকা রাস্তার উপর হইতে ১৬ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ২১.২০ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,৫০০/- টাকা সহ মাদক ব্যবসায়ী ১। মাহমুদুল হাসান সুমন (২২), পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা-মোছাঃ সেলিনা বেগম, সাং-দত্তপুর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,৫০০/- টাকা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।