নরসিংদী মনোহরদীতে যথাযথ মর্যাদায় আনুষ্ঠানিকভাবে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি নরসিংদী জেলা
নরসিংদীর মনোহরদীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।শনিবার(১৬ ই ডিসেম্বর)মহান বিজয় দিবস উপলক্ষ্যে মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে মনোহরদী সরকারী কলেজ মাঠে সকাল:১০ ঘটিকায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ এবং আলোচনা সভার মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন হয়।উক্ত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং সালাম গ্রহণ করেন,মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার জনাব হাছিবা খান ও মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবুল কাশেম ভূঁইয়া।এছাড়াও অনুুষ্ঠােনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)জনাব গোলাম দস্তেগীর,উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধান, স্কুল-কলেজের প্রধান, পুলিশ,আনসার-ভিডিপি, স্কাউট,গালস্ গাইড এবং বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা,মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেন এবং সকলকে মুক্তিযোদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান।