চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব
মোঃ সুফিয়ান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৫ অভিযান চালিয়ে ৬৫০ গ্রাম হেরোইন সহ ২ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চড় বাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে মোঃ ইউসুফ আলী (৫০) ও মৃত সেকেন্দার আলী’র ছেলে মোঃ আমিনুল ইসলাম @ বাবু (৩৭)।
সোমবার (১১ ডিসেম্বর) রাত ১:৫ মিনিটে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চর বাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬৫০ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়লব্ধ- ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা, এবং ২টি মোবাইল ফোনসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে র্যাব-৫ ।
আটককৃত আসামি একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উক্ত এলাকায় হেরোইনের একটি চালান আসবে। সংবাদ পাওয়ার পর থেকে র্যাবের গোয়েদা দল ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে অদ্য রাত আনুমানিক ০১:০৫ ঘটিকায় আসামি ইউসুফের বাড়িতে র্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করে বাড়ির ভিতরে ঘাসের বস্তার ভিতর থেকে ৬৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। পরবর্তীতে ইউসুফের বাড়িতে উপস্থিত বাবুর নিকট হতে মাদক বিক্রির এক লক্ষ টাকা উদ্ধার করা হয়। উক্ত আসামিদের বাড়ি সীমান্তের অতি নিকটে হওয়ার সুবিধা নিয়ে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। উল্লেখ্য যে, আসামীদের নামে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-৫ ।