রাজবাড়ি প্রতিনিধি ঃ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ রাজবাড়ীর অফিসার ইনচার্জ জনাব মোঃ আসাদুজ্জামান, বালিয়াকান্দি থানা, রাজবাড়ী হতে , অফিসার ইনচার্জ, পদ্মা উত্তর থানা, মুন্সীগঞ্জ এবং অফিসার ইনচার্জ, জনাব মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা মডেল থানা, রাজবাড়ী হতে , অফিসার ইনচার্জ, সখিপুর থানা, শরীয়তপুর বদলী হয়েছেন।
পুলিশ সুপারের কার্যালয়, রাজবাড়ীতে অফিসার ইনচার্জ, বালিয়াকান্দি থানা এবং অফিসার ইনচার্জ, পাংশা মডেল থানা এর বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জি. এম. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার, রাজবাড়ী।
অনুষ্ঠানে বিদায়ী অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও স্মারক দিয়ে সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার । তিনি বিদায়ী অতিথিদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং নতুন কর্মস্থলের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় জেলা পুলিশের এএসপি জনাব রেজাউল করিম (অর্থ ও প্রশাসন) সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।