নরসিংদী জেলা পুলিশের অভিযানে ২০৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ০২ জন।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী উপজেলা
গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মোট ০২ জন এবং বিভিন্ন অপরাধে মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়।এরমধ্যে মাধবদী থানা কর্তৃক একটি অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোট-০১ জনকে গ্রেফতার করা হয়।এবং পলাশ থানা কর্তৃক একটি অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মোট-০১ জনকে গ্রেফতার করা হয়।এছাড়া ও মনোহরদী থানা কর্তৃক একটি অভিযানে পরোয়ানা মূলে জিআর-০৫ জনকে গ্রেফতার করা হয়।মাধবদী থানা কর্তৃক রাত ২২. ৩০ ঘটিকায় মাধবদী থানাধীন আমদিয়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ মানিক মিয়া (৪৯) নামের ০১ জনকে গ্রেফতার করা হয়।এবং পলাশ থানা কর্তৃক রাত ২০. ৩০ ঘটিকায় পলাশ থানাধীন ঘোড়াশাল পৌরসভা এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ সাইদুল ওরফে ম্যানেজার (২২) নামের ০১ জনকে গ্রেফতার করা হয়। অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ৩০টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।