শরীয়তপুর-২ আসনে পুনরায় (দ্বিতীয় বারের মতো) এনামুল হক শামীম দলীয় মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার ঃ শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বর্তমান সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার খবরে বাধভাঙা উচ্ছ্বাস এবং উল্লাসে ফেটে পড়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানার দলীয় নেতাকর্মী ও জনসাধারণ।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে এ মনোনয়নের খবর পাওয়ার পর থেকেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে আসে রাস্তায়। তারা নড়িয়া-সখিপুরের বিভিন্ন এলাকায় বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ মিছিল বের করে ও রঙ মেখে উল্লাসে ফেটে পড়ে। পরে তারা নিজেরা মিষ্টিমুখ করে।