দাবী আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি রেলওয়ে কর্মচারী ইউনিয়নের
__________ রাজশাহী ব্যুরো
রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন বিভাগীয় পরিষদ পাকশী ও লালমনিরহাটের পক্ষ থেকে সহকারি স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার ও স্টেশন সুপার গনের বেতন বৈষম্য দূরীকরণে উচ্চ আদালতের রায় দাবি জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ আজ রাজশাহী রেল ভবনে পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপিতে বলা হয়, বিজ্ঞ উচ্চ আদালত কর্তৃক সহকারী স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার ও স্টেশন সুপার ১৯৭৭ সাল থেকে বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন। যা গুরুত্বপূর্ণ এসব কর্মচারীদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এতে কর্মচারীরা যেমন আর্থিক ও মানসিক চাপে পড়েছেন। তেমনি অত্যন্ত অসহায় অবস্থায় দিন পার করছেন। এবার তো অবস্থায় মহামান্য উচ্চ আদালতের রায় বাস্তবায়ন না হওয়ায় তারা হতাশাগ্রস্থ।
কর্মচারী ইউনিয়ন আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। স্মারকলিপি প্রদানের আগে নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কর্মচারী ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল বারী।