1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইগাতীর গজনীতে মিনি চিড়িয়াখানায় অভিযান, ১৭টি বন্যপ্রাণী উদ্ধার পাখির অভয়ারণ‍্য বেতকা-রাখালগাছি চরাঞ্চল নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপির সমর্থকদের মধ্যে মারামারি, নিহত ২ নড়াইল ও কালিয়ায় ছুরিকাঘাতে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ব্যক্তি খুন আহত ৩০ শুভ নববর্ষ ডাক্তারের অবহেলায় রোগীর অকাল মৃত্যু! পুলিশের উপস্থিততে চিকিৎসককে মারধর রাবি ভর্তি পরীক্ষা শুরু কাল, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল স্থাপন করলো রাবি ছাত্রদল ফিলিস্তিন ইস্যুতে ভালুকা উত্তাল: জুমার পর সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গণমিছিল আমতলীতে জলবায়ু সংকট নিরসনের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন

ডিএনসি রাজশাহী গোয়েন্দা কর্তৃক যাত্রীবেশে ২১০০ পিস ইয়াবা উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২০৪ বার পঠিত

 

ডিএনসি রাজশাহী গোয়েন্দা কর্তৃক যাত্রীবেশে ২১০০ পিস ইয়াবা উদ্ধার

_______ মোস্তাফিজুর রহমান রাজশাহী ব্যুরো

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়ের উপ – পরিচালক মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি টিম ১২ ই নভেম্বর রবিবার রাত্রি ৩.৩০ মিনিটে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর দিলরুবা বাসস্ট্যান্ড আবুল হোসেন মার্কেট এর সামনে হাতকুমরুল হতে কাশিনাথপুর গামী পাকা রাস্তার উপর পূর্ব পার্শে নারায়নগঞ্জ হতে পাবনগামী সি লাইন পরিবহন যাত্রীবাহী বাস যার রেজিঃ ন: ঢাকা মেট্রো – ব ১২ -২০৬৯ তল্লাশি করে গাড়ির ভিতরে মাঝখানে ডান দিকে জানালার পার্শে সীটে বসা টিকিট বিহীন যাত্রীর দেহ বিধি মোতাবেক তল্লাশি করে আসামি নাজমা খাতুন (৫৩ ) পিতা – মৃত আব্দুল হামিদ সা; রামচন্দ্রপুর ঘোষপাড়া ওয়ার্ড ন -৩, পাবনা সদর ,পাবনা আসামির পরিহিত কামিজের বুকের মাঝে রক্ষিত একটি পলিথিনে কালো টেপ দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য এমফিতামিনযুক্ত ইয়াবা ২১০০ পিস ট্যাবলেট উদ্ধার করে।
যাত্রীবাহী বাসটি বেলা ৩.১৫ মিনিটে গতিরোধ করে থামায় ও ঘেরাও করে । উপস্থিত (১) মোঃ মিজানুর রহমান (৪১ ) পিতা – মৃত ওয়াহাব আলী সাকিম – দিঘলকান্ডি পূর্ব পাড়া থানা – আমিনপুর , জেলা – পাবনা (২) মোঃ রাতুল শেখ (২১) পিতা – মোঃ আবু সাঈদ শেখ সকিম – ধোপখলা, থানা – পাবনা সদর ,জেলা – পাবনা কে সাক্ষী করে বাসটি তল্লাশি করেন । তল্লাশি কালে গাড়ির ভিতরে মাঝখানে ডান পাশে কামিজের বুকের মাঝে রক্ষিত একটি পলিথিনে কালো স্কচ টেপ দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য এমফিতামিনযুক্ত ইয়াবা ২১০০ পিস ট্যাবলেট , ১ টি স্মার্ট মোবাইল ফোন Rm-1187 উদ্ধার ও জব্দ করে । উদ্ধারকৃত আলামত হতে ১০ পিস এমফিতামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট রাসায়নিক পরীক্ষার জন্য নিজ জিম্মায় রাখেন । অবশিষ্ঠ ট্যাবলেট ও আলামত সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেন । ঘটনাস্থলে উদ্ধারকৃত ট্যাবলেট পরিমাপ করে আলামত, নমুনা, আসামি সহ রাত্রি ৪.১০ মিনিটের সময় ঘটনাস্থল ত্যাগ করে ।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহীর তথ্যমতে , বিভাগীয় গোয়েন্দা কার্যালয় , রাজশাহী এর উপ পরিচালক মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে বিভাগীয় স্টাফ সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে উক্ত রেইডিং টিমের সহযোগিতায় অবৈধ মাদকদ্রব্য গাজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও পরিবহন করায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১), সারণীর ক্রমিক ন. ১০( ক ) ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করায় আসামি নাজমা খাতুনের নামে শাহজাদপুর থানা , সিরাজগঞ্জে মামলা দায়ের করা হয় ।

উপ পরিচালক জিল্লুর রহমান আরো জানান, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা নিয়ে অধিকতর অনুসন্ধান পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারিতে রাখা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে যে কোন সময় অভিযান পরিচালনা করা হবে । গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়,রাজশাহী কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD