বিদায়ী অর্থবছরে রাজস্ব ঘাটতি ৭৫ হাজার কোটি টাকা: সিপিডি
মো: আল-আমিন (আলিফ) ঢাকা
বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়াবে ৭৫ হাজার কোটি টাকার। একই সাথে গতবারের তুলনায় বাজেট ঘাটতিও বাড়বে। শনিবার সকালে রাজধানীতে বাজেট পর্যালোচনায় এসব তথ্য দেয় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি স্থিতিশীল করতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা কাজে আসছে না।
১ জুন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। এর আগে বিদায়ী অর্থবছরের বাজেট পর্যালোচনা করলো গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।
গবেষকরা মন্তব্য করেন, বিরাট চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশের অর্থনীতি। মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপগুলো সমস্যা আরও বাড়াবে। ফলে বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায়ে ও বাজেটে বড় ঘাটতি থেকে যাবে। এছাড়া, সরকারের ঋণ নেওয়ার সীমা নির্ধারণ না হওয়ায় মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করবে।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, আমরা দেখছি যে, আমাদের অর্থনীতিতে বর্তমানে অনেক ধরনের চ্যালেঞ্জ প্রতিভাত হচ্ছে। যে গতিধারাটা আমরা দেখছি, বাংলাদেশের অর্থনীতি বেশ কঠিন কিছু সমস্যার মুখোমুখি হয়েছে। এর একটি হচ্ছে বাহ্যিক, আরেকটি হচ্ছে অন্তর্নিহিত বা ভেতরের। বাহ্যিক যে কারণগুলো আমরা দেখি, ২০২০ সালে যখন কোভিড প্যানডেমিকের (করোনা ভাইরাস মহামারি) প্রতিঘাত সেটি এবং সেটা থেকে ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মুখোমুখি হই ২০২০-এর ফেব্রুয়ারি মাসে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে যে পণ্যের মূল্য, সেটি অত্যন্ত উচ্চ দিকে, ঊর্ধ্বগতির দিকে গিয়েছিল। ফলে আমদানি পণ্যমূল্য বেড়ে যায়। আমদানির মূল্য বেড়ে যাওয়ার কারণে মূল্যস্ফীতি এবং তা ছাড়া আমাদের সরবরাহ শৃঙ্খলে একটা ব্যাঘাত ঘটেছিল।
সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, জ্বালানিতে ভর্তুকি প্রত্যাহারের মানে এই নয় যে ভোক্তার কাঁধে বর্ধিত মূল্যের দায় তুলে দেওয়া। ২০১৬-২২ সাল পর্যন্ত বিপিসি ৪৩ হাজার ৮০৪ কোটি টাকা লাভ করেছে। এখন ২ হাজার ৭০৬ কোটি টাকা লোকসান হয়েছে। আগের লাভের অংশের সঙ্গে সমন্বয় করলে বিদ্যুতের বা জ্বালানির মূল্য বৃদ্ধির প্রয়োজন নেই। ভর্তুকি প্রত্যাহার করতে হবে বেসরকারি বিদ্যুৎ উৎপাদকদের।
সিপিডি আরও বলছে, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার বড় হলেও রেমিট্যান্স বেশি আসছে যুক্তরাষ্ট্র থেকে। একই সাথে সেদেশে পাচার করা টাকা ফেরত আনার তাগিদ দেন গবেষকরা।
এনবিআরের হিসেবে, ২০২১-২২ অথবছরে রাজস্ব আদায়ে ঘাটতি ছিল ২৮ হাজার কোটি টাকা।