রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে গণ প্রকৌশল দিবস পালন
_________ রাজশাহী ব্যুরো
“উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” প্রতিপাদ্য বাস্তবায়নে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে ‘ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDEB) ‘র গণ-প্রকৌশল দিবস-২০২৩ ও গৌরবোজ্জল ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে ।
এ উপলক্ষে ৮ ই নভেম্বর বুধবার সকালে আইডিইবি’র কার্যালয়ের সামনে থেকে ২০০০ প্রকৌশলী সদস্য অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি আইডিইবি ভবন হতে কোর্ট স্টেশন হয়ে পুনরায় ভবনের সামনে এসে শেষ হয়। এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
এরপরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী জাতি গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। কারিগরি শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে নাই । তাই সকলকে কারিগরি শিক্ষায় মনোযোগ দিতে হবে। এছাড়াও কারিগরি শিক্ষার মান উন্নত করতে যেসব অন্তরায়গুলো আছেন সেগুলো সরকারের কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দেন তিনি।
আইডিইবি রাজশাহীর সভাপতি মোঃ আমিনুল ইসলাম , ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিবি) এর বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বক্তৃতা প্রদান করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নওশের আলী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জনাব কবির উদ্দিন, রাজশাহী জেলা শাখার সভাপতি প্রকৌশলী আনিস হক, সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ সাইদ আহম্মদ সানি, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ সাজ্জাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, প্রকৌঃ মোঃ মশিউর রহমান সাংগঠনিক সম্পাদক (IDEB) রাজশাহী জেলার প্রকৌশলী মোঃ মশিউর রহমান ও সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ রাজশাহীর জেলা যুগ্ম সম্পাদক প্রকৌশলী আয়াত উল্লাহ, দপ্তর সম্পাদক প্রকৌশলী আহসান হাবীব, অর্থ সম্পাদক প্রকৌশলী আবু বাশির, কেন্দ্রীয় কাউন্সিলর প্রকৌশলী আজিজুল হক, কেন্দ্রীয় কাউন্সিলর প্রকৌশলী জিয়া উদ্দিন, প্রকৌশলী আব্দুর রহিম দেওয়ান, প্রকৌশলী আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী শাহীনুল হক, প্রকৌশলী সুমন হায়দার, প্রকৌশলী নুরুন্নবী, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী সদস্য নাজমুল হক , প্রকৌশলী নূর-এ-সায়েম, প্রকৌশলী দেলোয়ার হোসেন, ও বিভিন্ন সরকারি -বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীবৃন্দসহ রাজশাহীস্থ বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রায় ২০০০(দুইহাজার) সদস্য ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ র্যালিতে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইডিইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন আইডিইবির প্রন্থাগার ও দপ্পর সম্পাদক প্রকৌশলী আহসান হাবিব। , গীতা পাঠ করেন প্রকৌশলী কার্তিক চন্দ্র হালদার।