নরসিংদী সদর উপজেলা ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল গ্রেফতার
মোঃ মোবারক হোসেন নাদিম
নিজস্ব সংবাদদাতা
নরসিংদী সদর উপজেলা ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক শহিদুল হক সোহেল গ্রেফতার। বর্তমান চলমান রাজনীতিতে শহিদুল হক সোহেল সক্রিয় ছিলনা। সে দুবছর যাবত একটি প্রাইভেটকার কিনে জীবিকা নির্ভর করছেন। রাজনীতিতে নিরব ছিলেন বলেই এলাকায় গুঞ্জন রয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাসা থেকে ফোন করে নিয়ে ভেলানগর মাইক্রো বাসস্ট্যান্ড থেকে নরসিংদী মডেল থানার পুলিশ গ্রেফতার করেছেন বলে তার পরিবার জানান। এই অকল্পনীয় ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তার পরিবার।