নিজস্ব প্রতিবেদক রাজবাড়ী
—————————–
রাজবাড়ীর মুলঘরে জেলার ঐতিহ্যবাহী সংগঠন মুলঘর জাগরণী ক্রীড়া চক্র ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর উদ্যোগে সোনালী অতীত খেলোয়াড় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
“একটি ফুটবল, একটি পৃথিবী” প্রতিপাদ্যে ৩ নভেম্বর শুক্রবার মুলঘর হাই স্কুল মাঠে বিকেল ৪ টায় এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ খেলায় গোয়ালন্দ ও মুলঘর সোনালী অতীতের অনেক ফুটবলাররা অংশ নেন। নির্ধারিত সময়ের খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ৩-০ গোলে মুলঘর সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে জয়ী হয়। বিজয়ী দলের জাহিদ হাসান ২ টি এবং অপর গোলটি করেন রেজাউল মুন্সী।
প্রীতি ম্যাচের এ খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবে অংশ নেন আরিফুল ইসলাম নারু, সাইফুর রহমান পারভেজ, সিরাজুল ইসলাম চানমিয়া, মো. ফারুক হোসেন মো. সাজ্জাদ হোসেন, মো. আলগীর হোসেন, মো. ফারুক মোল্লা, সাইফুল ইসলাম সাইফ, তিতাস খান, ফকির জাহিদ, রেজাউল মুন্সী, মো. জাহিদ হাসান, রুহুল আমীন, সুলতান ফকির, ফিরোজ আহমেদ, নিজাম মোল্লা, মো. বাবর আলী, মো. রজব আলী, মো. এরশাদ মন্ডল এবং মুলঘর সোনালী ক্লাবের পক্ষে অংশ নেন নেপাল মন্ডল, রিপন মন্ডল, মোস্তফা মেম্বার, মুক্তার মোল্লা, মুক্তার সরদার, টিটু বিশ্বাস, বিনয় দা, রমজান প্রামানিক, হাসেম মোল্লা, শহিদ গাজী প্রমুখ।
প্রীতি ম্যাচ সম্পর্কে গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের আহবায়ক মো. সাজ্জাদ হোসেন এবং মুলঘর সোনালী অতীত ক্লাবের মো. রমজান প্রামানিক বলেন, রাজবাড়ীর প্রতিটা মাঠে খেলাধুলা ফিরিয়ে আনতে এবং যুব সমাজকে মোবাইল ফোন, ভিডিও গেমস ও মাদক থেকে দূরে থাকতে সোনালী অতীত ও বর্তমান খেলোয়াড়দের সমন্বয়ে এধরনের খেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি।