নরসিংদীতে গরুর ফার্ম থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
মোঃ মোবারক হোসেন নাদিম
নিজস্ব সংবাদদাতা
নরসিংদী রায়পুরায় একটি গরুর ফার্ম থেকে মোঃ সোহাগ মিয়া (৩৫) নামের এক যুবকের গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ রা নভেম্বর সকাল ৯ টায় রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী বাজারে মাআশাল্লাহ ডেইরি গরু ফার্মে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ কিশোরগঞ্জে কুলিয়ারচর বিথিয়ার কান্দি এলাকার মৃত শাহিদুল ইসলামের ছেলে। তিনি দুই বছর যাবৎ রায়পুরার মোঃ হুমায়ূন এর মালিকানাধীন মাশাআল্লাহ ডেইরী ফার্মের কর্মচারী হিসাবে কাজ করতেন। খামারের অপর এক কর্মচারী মোঃ রকিব মিয়া জানান, বুধবার রাতভর মানসিকভাবে দুশ্চিন্তায় ছিলেন সোহাগ। সারারাত জেগে থাকতে দেখা যায় তাকে,স্ত্রী সন্তানকে কেউ মেরে ফেলবে বলে অস্থির হয়ে পড়েন। পরে সকাল বেলায় হঠাৎ দেখতে পায় ব্লেড দিয়ে সে তার গলায় আঘাত করছে। অতিরিক্ত রক্তক্ষরণ দেখে তাকে উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে সে ঘটনাস্থলেই মারা যায়।নিহতের স্ত্রী মোসেনা বেগম জানান,সৎ ভাই-বোনেরা বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই আমাকে ও আমার সন্তানদের মারধর করতো। এসব বিষয় তাকে জানানোর পর সে মানসিক চাপে ছিল। বৃহস্পতিবার সকালে খবর পাই সে মারা গেছে।এ বিষয়ে ফার্মের মালিক মোঃহুমায়ূনের কাছে জানতে চাইলে, তিনি সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজী হননি। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃআজিজুর রহমান মুঠোফোনে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত ব্যক্তির গলায় ব্লেডের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক ভাবে এটাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, জমিসংক্রান্ত বিষয় নিয়ে তাদের ভাই-বোনদের মধ্যে পারিবারিক ঝামেলা চলছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন ও রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃআজিজুর রহমান।