চাঁপাইনবাবগঞ্জে জেল হত্যা দিবস পালিত
মোঃ সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জাতীয় চার নেতার জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিস মোড়ে স্থাপিত প্রতিকৃতিতে দলটির নেতা কর্মীরা শ্রদ্ধা জানান। এর আগে দলটি একটি শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করে। শেষে শহীদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র, মোখলেসুর রহমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ গোলাম রাব্বানী, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল সহ উপস্থিত ছিলো আওয়ামী ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।