নেত্রকোনার কেন্দুয়ায় দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, আটক তিন
শহীদুল ইসলাম রুবেল, নেএকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়া বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
গতরাত মধ্য রাতে উপজেলা সদরের কমলপুর এলাকায় বাসস্ট্যান্ডে এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ জনায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কে বা কারা ধায্য পদার্থ দিয়ে বাসে আগুন ধরিয়ে দেয়। এতে দ্রুত সম্পূর্ণ বাসে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এটা রাজনৈতিক নাকি পূর্ব শত্রুতা, তা তদন্তের পর জানা যাবে বলে জানায় পুলিশ।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।