_______ মোস্তাফিজুর রহমান রাজশাহী ব্যুরো
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনা’র নেতৃতে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই মর্মে ২৯ শে অক্টোবর-২৩ রবিবার বৈকাল ৩টায় ভোলাহাট উপজেলার কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উঠান বৈঠক আলোচনা সভা ও দোয়া মাহফিল করেন এমপি মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ।
উঠান বৈঠক, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫-৯০ সালে নির্বাচিত সাবেক সফল ভোলাহাট উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ (যুদ্ধকালীন কমান্ডার)।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি মোঃ তবির উদ্দিন।
আয়োজনে: ৪ ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ রবিউল আওয়াল, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, জামবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুস সামাদ মেম্বার, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য মোঃ সুরাজ জামাল, ভোলাহাট মহিলা কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ জামালউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আল ইমাম মাস্টার, অবসরপ্রাপ্ত প্রভাষক মোঃ আব্দুস সাত্তার।
বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ বক্তৃতা কালে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন দেশ-জাতির স্বার্থে জীবনের সর্বস্ব দিয়ে সেবা করেছেন তেমনি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি রোল মডেল হিসেবে উন্নতি করেছে তাই এই ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।
আরও বক্তব্য পেশ করেন এলাকার আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সর্বশেষ দোয়া পরিচালনার মাধ্যমে সমাপ্ত করা হয়।