নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ সফল করেন নরসিংদী-৪ আসন মনোহরদী-বেলাব উপজেলা বিএনপির মনোনয়ন প্রত্যাশী জয়নুল আবেদীন।
মোঃ মোবারক হোসেন নাদিম
বিশেষ প্রতিনিধি,
:আজ ২৮ অক্টোবর সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের মহাসমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। দুপুর ২টায় আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও ভোরেই নয়াপল্টনের সড়ক দখল করে নিয়েছে নেতাকর্মীরা। নেতাকর্মীদের মিছিল, স্লোগানে মুখরিত হয়েছে গোটা নয়াপল্টন। আর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ আসন মনোহরদী-বেলাব উপজেলা বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্ণেল অবঃ জয়নুল আবেদীন সাহেব নির্দেশ মুতাবেক মনোহরদী-বেলাব উপজেলা বিএনপি, যুবদল,ছাএদল সহ সকল সংগঠন থেকে আগত নেতাকর্মী বৃন্দ কেন্দ্রীয় পাটি অফিস নয়াপল্টনে মহাসমাবেশে যোগদান করেন। জয়নুল আবেদীন সাহেব এর ব্যানারে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন। এই ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্ণেল অবঃ জয়নুল আবেদীন সাহেব বলেন,আমি আমার সাধ্যমত মহাসমাবেশে নেতাকর্মী বৃন্দ উপস্থিতি মাধ্যমে অংশ গ্রহণ করতে পেরেছি। কেন্দ্রীয় বিএনপি আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে আর এই হরতালকে সফল করার আহ্বান জানাই।সেই সাথে নেতা কর্মীদের রাজপথে থেকে হরতাল সফল করার আহবান জানাই।
শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে। এরই মধ্যে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
তিনি বলেন, ২৮ তারিখের মহাসমাবেশের পর শান্তিপূর্ণ হরতাল ডেকেছে কেন্দ্রীয় বিএনপি আমরা আর থামব না। টানা কর্মসূচি চলবে। অনেক বাধা বিপত্তি আসবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে অশান্তির এ সরকারের পতন ঘটাব আমরা।