ধামইরহাটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার
মোস্তাফিজুর রহমান
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার। ২৭ অক্টোবর বিকেল ৪ টায় আগ্রাদ্বিগুন বাজারে গ্রন্থাগারের উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান। এ সময় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ১২ জনকে প্রাথমিক বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয় এবং ৪০ জনকে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী সনদ ও বই প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের চেয়ারম্যান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মাহবুব উর রহমান, চৌধুরী চান মোহাম্মদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল, আগ্রাদ্বিগুন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃমোজাফফর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন মোস্তাক,সাবেক ইউপি চেয়ারম্যান সালেহ আহমেদ, প্রধান শিক্ষক বেনজির আহমেদ, মজিবুর রহমান প্রাথমিক বৃত্তির আহবায়ক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, অনুষ্ঠানের সঞ্চালক আবু মুছা, সোনালি স্বপ্ন সংস্থার সভাপতি আসাদুর রহমান শাহিন, আগ্রাদ্বিগুন সপ্রাবির ৪শ্রেনির বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী মোঃ মুশফিকুর রহমান মনন প্রমুখ।