মোঃ আলামিন (আলিফ) ঢাকা
সায়েন্স ল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষ, বাসে আগুন
বিএনপির পদযাত্রা রূপ নিল সংঘর্ষে। পুলিশের সঙ্গে দলটির কর্মীদের ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র রাজধানীর সায়েন্স ল্যাবসহ পুরো এলাকা। বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে এ সংঘর্ষ শুরু হয়। বেশ কিছু গাড়ি ভাঙচুর ও একটি দোতলাবাসে বিএনপি কর্মীরা আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে দুপুরে ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে পদযাত্রা শুরু করেন বিএনপি নেতা-কর্মীরা। পদযাত্রাটি সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সায়েন্ সল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সীমান্ত স্কয়ারের সামনে থেকে সিটি কলেজের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।