নেত্রকোণায় দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে আলোচনা ও সাদাছড়ি বিতরণ
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর) বিকেলে সাতপাই নির্মাণ শ্রমিক ইউনিয়ন আঞ্চলিক শাখার হলরুমে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা নেত্রকোণা জেলা শাখার এর আয়োজন করে।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইউব আলী হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর বাবু চিত্তরঞ্জন সরকার, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের নেত্রকোণা জেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম স্বপন, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আকরাম হোসেন, জেলা যুবলীগের সম্যানিত সদস্য সাইদ বিন নুর পাপ্পু, রৌহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ আব্দুল হাই, পৌর যুবলীগের ১নং ওয়ার্ড শাখার সভাপতি নুরুল ইসলাম তালুকদারসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
আলোচনা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।