নাটোরের সিংড়ায় শেখ রাসেল দিবস ‘২০২৩ উদযাপিত ।
_______ রাজশাহী ব্যুরো
নাটোরের সিংড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী সহ নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে ।
আইসিটি অধিদপ্তরের আয়োজনে (১৮ অক্টোবর) বুধবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষ্যে একটি শোভা যাত্রা বের হয়। শোভা যাত্রাটি কোর্ট মাঠ চত্তর থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপুর্ণ মোড় প্রদক্ষিণ শেষে উপজেলার সামনে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ দুদু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে যথাযথ মর্যাদায় দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়