রাজবাড়ীতে আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্ম দিবস পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠপুত্র শেখ রাসেল এর জন্মদিন পালিত হয়েছে। বুধবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর সভাপিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি ফকির আব্দুল জব্বার, হেদায়েত আলী সোহরাব, ফকরুজ্জামান মুকুট, দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ ভূইয়া, জেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি মীর মাহফুজা খাতুন মলি, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে শেখ রাসেলসহ তার পরিবারের নিহত সকল সদস্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।