রাজবাড়ীতে ইলিশ মাছ মারার জন্য ৩ জেলের কারাদণ্ড
রাজবাড়ী জেলা প্রতিনিধি ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ীতে ইলিশ মাছ মারার জন্য তিন জেলেকে কারাদন্ড। আটকের পর ভ্রাম্যমান আদালতে জেল দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে নদীতে অভিযান চলাকালীন সময়ে সরকারী বিধি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে তিন জেলেকে ১ মাস করে কারাদন্ড দেওয়া হয়।এসম ৫ হাজার মিটার কারন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
অভিযান পরিচালনা ও বাস্তবায়ন করেন ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স গোয়ালন্দ উপজেলা কমিটি ।
নদীতে কারেন্ট জাল দিয়ে অভিযান চলাকালীন সময়ে মা ইলিশ ধরার অপরাধে, মো. পান্নু খা,মো. রমজান আলী শেখ ও মো.মোস্তফা কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল দেওয়া হয়।
এসময় আটক তিন জেলকে কারাদন্ড প্রদান করেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম।এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা আল রাজীব ও গোয়ালন্দ নৌ পুলিশ ফারির সদস্যরা।